চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে রাতে সেহরির সময় ৫ টি দোকানে আগুন লেগে পুড়ে লক্ষাধিক টাকার মালামাল ভূস্মিভুত হয়েছে। বুধবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থের ৫ জনের মাঝে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান নগদ অর্থ ৫০ হাজার টাকা প্রদান করেছে।
জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারের খোকনের হোটেলের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। পরে হোটেলের পাশা পাশি থাকা ৫ টি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই খবর মসজিদেন মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষনা দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নেয়।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান কুড়ুলগাছি বাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্থদের ৫ জনের মাঝে নগদ অর্থ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী অফিসার মোঃ আশরাফুল ইসলাম।