গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীতে পৌঁছেছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে উঠে এসেছে, গুগলের চলমান অ্যান্টিট্রাস্ট মামলায় প্রকাশিত অভ্যন্তরীণ তথ্যে এ চিত্র দেখা গেছে। প্রথম এ পরিসংখ্যান প্রকাশ করে ‘দ্য ইনফরমেশন’।
২০২৪ সালের অক্টোবর মাসে যেখানে দৈনিক ব্যবহারকারী ছিল মাত্র ৯ মিলিয়ন, সেখানে মাত্র ছয় মাসের ব্যবধানে এ সংখ্যা লাফিয়ে বেড়ে ৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে। এ প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস ও ক্রোম ব্রাউজারে জেমিনির এআই একীভূতকরণ।
তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে জেমিনির এখনো সময় লাগবে। গুগলের তথ্যমতে, ওপেনএআই-এর চ্যাটজিপিটি একই সময়ে ৬০০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী নিয়ে শীর্ষস্থানে রয়েছে।
অন্যদিকে, মেটা এআই-এর ব্যবহারকারী সংখ্যা ৫০০ মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে গুগল তার বিভিন্ন পরিষেবার সঙ্গে আরও গভীরভাবে এআই একীভূত করলে জেমিনির ব্যবহার আরও বাড়বে। তবে প্রতিযোগিতামূলক এ বাজারে টিকে থাকতে জেমিনিকে আরও উদ্ভাবনী বৈশিষ্ট্য ও ব্যবহারকারীবান্ধব অভিজ্ঞতা প্রদান করতে হবে।
সূত্র: যুগান্তর