ধান মোদের খাদ্য প্রাণ
কৃষক মোদের সম্মান
কৃষকের হাতে ধানের প্রাণ
কৃষক দেশের সম্মান।
ধানের মধ্যে চাল হয়
চালের মধ্যে ভাত
কৃষকের খাদ্য চাষে
আলোকিত এই প্রভাত।
কৃষক করে বীজ বপন
খাদ্যের মূল প্রাণ
কৃষক ফলায় সোনার ফসল
কৃষক মোদের সম্মান।
একটু খানি চিন্তা কর
এই ভবের কুলে
কৃষকে সম্মান ছড়িয়ে আছে
প্রকৃতির ফুলে ফুলে।