বর্তমানে ২০ ধরনের রোবট তৈরির ব্যাপারে ভর্তুকি দিয়ে সহায়তা করছে জাপানের সরকার, যেগুলো কৃষিকাজের নানা পর্যায়ে সহায়তা করতে পারবে। নানা ধরনের ফসলের বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহের কাজ করছে।
শুধু স্ট্রবেরি নয়, শ্রমিকের অভাব পূরণ করতে উন্নত বিশ্বে টমেটো, আপেল, কমলা লিচুসহ বিভিন্ন ধরনের সবজি ও ফল চাষে ব্যবহার হচ্ছে কৃষি রোবট।
জমির মাটি তৈরি, বীজ বপন, আগাছা পরিস্কার গাছ থেকে সবজি ও ফল উত্তোলন, ভোক্তার দুয়ারে তা পৌছানোর কাজও করছে রোবট। ২০১৩ সাল পযন্ত ৮শ ১৭ মিলিয়ন ডালারের রোবট বিক্রি হয়েছে। যা ২০২০সাল নাগাত পৌছাবে ১৬.৩ বিলিয়ন ডলারে।
চাহিদা বাড়ায়, কৃষি রোবট তৈরিতে এগিয়ে এসেছে বিখ্যাত রোবট প্রস্তুতকারী এ্যাব, কুকা এবং ইয়াসকাওয়া। নিয়মিত তৈরি করছে কৃষি রোবট।
খামারের উৎপাদন ব্যয় কমানোর জন্য তারা জ্বালানী তেলের পাশাপাশি সৌরশক্তি দিয়েও চালনা করছে রোবট। ব্যবহারর বাড়ানোর পাশাপাশি গুরুত্ব দিতে হবে রোবট।
আরো পড়ুন-জনপ্রতিনিধিদের আচরণ জনমুখী হতে হবে