১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে ঐতিহাসিক এ দিনেই মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্র্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন।
পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসাবে নামকরণ করা হয়। প্রতিবারের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল।
দিবসটি উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক এ দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) নিরুপমা রায়, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য গোডাউন কর্মকর্তা (ওসি.এল.এসডি) নাঈমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সাংবাদিক শেখ নজরুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার ব্যাক্তি উপস্থিত ছিলেন।