কোটচাঁদপুরে জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কোটচাঁদপুরে বিরোধীয় জমির স্থাপনা ভেঙ্গে নিজ দখলে নেয়া, অন-লাইন এ্যাক্টিভিস্ট কে পিটিয়ে আহত করা ও থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমি মালিক সাফা উদ্দিন।

শনিবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৯ ডিসেম্বর সকালে হাসপাতাল পাড়ার তোয়াজ মন্ডল তার চাচাতো ভাই সাফা উদ্দিনের ভাড়া দেওয়া দোকান ঘর ভাঙ্গতে শুরু করেন। এসময় সাফা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘর ভাঙ্গতে বাধা দেন।

খবর পেয়ে স্থানীয় অন-লাইন এ্যাক্টিভিস্ট রমজান আলী ঘর ভাঙ্গার ছবি তুলতে গেলে তোয়াজ মন্ডলের ছেলে পারভেজ সহ তার লোকজন রমজান আলীকে পিটিয়ে আহত করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় মডেল থানায় এ ঘটনায় মামলা দিলেও পুলিশ তা নেয়নি।

থানার ভারপ্রাপ্ত মঈন উদ্দিন জানান, যেহেতু আঘাতের চিহ্নটি ৩২৩ ধারা অতিক্রম করেনি, সে কারনে আমরা মামলা নেয়নি। তবে প্রাথমিক ভাবে জিডি নিয়ে আদালতে প্রসিকিউশন চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা পেলে নিয়মিত মামলা হবে। সংবাদ সম্মেলনে সাফা উদ্দিন সহ ঘর ভাড়াটিয়া শুকেশ ও আহত রমজান আলী উপস্থিত ছিলেন।