ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কোটচাঁদপুর মডেল থানার আয়োজনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন নিয়ে আলোচনা করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোঃ মোহাইমিনুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর ফাঁড়ি ইনচার্জ আক্তারুজ্জামান লিটন, পৌর প্যানেল মেয়র শেখ সোহেল আরমান।
সেকেন্ড অফিসার এসআই আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন, ইমাম সমিতির সভাপতি হাফেজ রবিউল ইসলাম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন প্রমূখ। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।