“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫-পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে ও কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক।
এছাড়াও নিরাপদ মাতৃত্ব মা ও শিশু স্বাস্থ্য পরিচর্জা এবং করোনাকালীন স্বাস্থ্য বিধি সর্ম্পকে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জান্নাতুল বুশরা।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, নারী তথ্যসেবা আপা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, ইমাম ও মিডিয়া কর্মীরা অংশ গ্রহন করেন।