আসন্ন ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেয় সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। মেয়র পদে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী। নির্বাচন কমিশন তৃতীয় ধাপে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারী প্রথম শ্রেণীর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে পৌর নির্বাচনে ২৭ হাজার ৪’শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪’শ ৮৫ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৮ জন।
তৃতীয় ধাপের এই পৌরসভা নির্বাচনে গত ৩১ ডিসেম্বর ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মেয়র পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪ মেয়র প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। যার যাচাই-বাছাই হয় ৩ জানুয়ারী এবং ১০ জানুয়ারি ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আ.লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এস.কে.এম সালাহ্উদ্দীন বুলবুল সিডল ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী পৌর আ.লীগের যুগ্ম-আহ্বায়ক শহীদুজ্জামান সেলিম মোবাইল ফোন প্রতীকে এবং বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জিরে নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। এরই মধ্যে দলীয় ভাবে বিদ্রোহী দুই প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যার মধ্যে দলীয় কোন প্রকার পদ-পদবি ছাড়ায় বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জিরের নাম রয়েছে।
এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তের দিকে প্রার্থীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া মহল্লার অলিগলিতে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। করছেন গণসংযোগ, পথসভাসহ মোটরসাইকেল শোভাযাত্রা।
এছাড়াও ভোটারদের মন গলাতে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা। অনেকে প্রচারণার মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ব্যবহার করছেন। এরই মধ্যে বিচ্ছিন্ন দু’একটি সহিংসতার ঘটনা ঘটেছে। সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে দোকান ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে হাতুড়ি পেটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ আর উৎকন্ঠা কেমন হবে আগামী ৩০ জানুয়ারীর নির্বাচন।
এদিকে নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা রির্টানিং অফিসার। যার সার্বিক সহযোগিতা করছেন উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাচন অফিস এবং কোটচাঁদপুর থানা পুলিশ।