ঝিনাইদহের কোটচাঁদপুরে এসএফএনটিসির অধীন কোটচাঁদপুর আউটার সিগনাল হইতে বড়বামনদাহ শেষ সীমানা জামতলা পর্যন্ত ৭.৫০ সিডলিং কি.মি. সামাজিক বনায়ন। এই বনায়নে সম্পৃক্ত ১’শ ৮৬ জন উপকারভোগী সদস্যদের মাঝে বাগানের গাছ বিক্রয়ের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে পৌর শহরের বড়বামনদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লভ্যাংশের এই চেক বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
বন উন্নয়ন কমিটির সভাপতি মো: ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মো: সোহেল আল-মামুন, ব্যাংক কর্মকর্তা রকিব উদ্দীন (অবঃ), ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক (অবঃ), সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সামাদ, সমিতির অন্যতম সদস্য ব্যবসায়ী আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে বাগানের গাছ বিক্রয়লদ্ধ অর্থের ৫৫% শেয়ার বাগানের সহিত সম্পৃক্ত ১’শ ৮৬ জন উপকারভোগী প্রতি সদস্যকে ৩ হাজার ৯’শ ১৩ টাকার চেক প্রদান করা হয়।
মেপ্র/আরপি