ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে সোমবার বিকালে পুলিশ পৌর শহরের রুদ্রপুর গ্রামের মৃত আব্দুল্লার ছেলে মোঃ মতিয়ার রহমান (৫৮) কে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, রুদ্রপুর গ্রামের স্কুল পাড়ার জৈনকের ৪ বছরের শিশু কন্যা শনিবার বিকালে বসত বাড়ির সামনে খেলা করছিল। এসময় মামলার আসামী মতিয়ার রহমান পরিবারের অগোচরে শিশুটিকে পেঁয়ারা খাওয়ানোর কথা বলে তার বাড়ির রান্না ঘরে নিয়ে জোরপূর্বক শিশুটিকে পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি কাঁদকে কাঁদতে বাড়িতে ফিরে তার পরিবারের লোকজনকে বলে। শিশুটির বাবা জানায়, বিষয়টি আমরা জানতে পেরে পুলিশের জরুরী সেবা ৯৯৯ কল দিয়। পুলিশ খবর পেয়ে ধর্ষক মতিয়ার রহমানকে আটক করে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, শিশু কন্যা ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং-২১ তারিখ- ২১-০২-২০২২। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত জানান, এর আগেও আসামীর বিরুদ্ধে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ আছে। মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।