ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক মামলার ওয়ারেন্ট ভুক্ত ১৫ জন আসামীকে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ।
শুক্রবার সকালে তাদেরকে বিশেষ গাড়িতে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার রাত ভোর থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।
এ সময় পৃথক মামলার ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার গালিমপুর গ্রামের সুজন আলী, বিশারত আলী, নয়ন আলী, কটা আলী, বড়বামনদহ গ্রামের জাকির হোসেন, সলেমানপুরের বাবুল মালিতা, কমল পাল, কাঠালিয়ার শুকুর আলী, আশরাফুল ইসলাম, কাগমারীর জাহাঙ্গীর আলম, শাহা জালাল, সাবদারপুরের মুক্তার হোসেন, জয়দিয়ার লতিফ হোসেন, রেলস্টেশন পাড়ার আব্দুল আলীম ও বলুহরের প্রদীপ হালদার।
শুক্রবার কারা পুলিশের পিকাপ ভ্যানে তাদেরকে আদালতে পাঠানো হয়।