কাজ করার সময় পেছন থেকে কেউ স্ক্রিনে নজর রাখলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে আগামীর ক্রোমবুকগুলো। গুগল ‘হিউম্যান প্রেসেন্স সেন্সর’ নিয়ে কাজ করছে এমনটা শোনা যাচ্ছিল বছরের শুরু থেকেই।
কাজ করার সময় পেছন থেকে কেউ স্ক্রিনে নজর রাখলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে আগামীর ক্রোমবুকগুলো। গুগল ‘হিউম্যান প্রেসেন্স সেন্সর’ নিয়ে কাজ করছে এমনটা শোনা যাচ্ছিল বছরের শুরু থেকেই।
স্ক্রিনের সামনে কতজন মানুষ দাঁড়িয়ে আছেন সেটি চিহ্নিত করতে পারবে ওই সেন্সর, অনাকাঙ্ক্ষিত কেউ নজর রাখলে ব্যবহারকারীকে সে বিষয়ে জানান দেবে সেন্সরটি। ক্রোমবুকে ডেডিকেটেড হার্ডওয়্যার হিসাবে থাকবে সেন্সরটি।
ক্রোমবুকের ক্যামেরায় কোনো মানুষকে দেখা যাচ্ছে কিনা, সেটি চিহ্নিত করতে পারবে এটি। ক্রোমবুকের জন্য ফিচারটিকে বলা হচ্ছে ‘স্নুপিং প্রটেকশন’। ক্রোমবুকের ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে কতজন স্ক্রিনের সামনে আছে সেটি নির্ধারণ করতে পারবে ফিচারটি। তবে, ক্রোমবুকের বাইরে যাবে না ওই ফুটেজ। সব ক্রোমবুকের জন্য ফিচারটি উন্মুক্ত হওয়ার সম্ভাবনা কম।