ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ ও নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিতকরণে নারীদের ভূমিকা ও করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এক গৃহিণী সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মহোদয়ের স্ত্রী শ্যামলী রাণী নাথ। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনী ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ খাদ্য, অনিরাপদ খাদ্য, ভেজাল খাদ্য এর পার্থক্য, খাদ্য নিরাপদ রাখতে করণীয় সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
অনুষ্ঠানে গৃহিণীদের সকল প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক এবং সহকারী পরিচালক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঝিনাইদহ নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল হোসেন ও ক্যাবের শরিফা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সুরাইয়া পারভীন মলি।