প্রথম খুলনা বিভাগীয় কারাতে প্রতিযোগীতা-২০২৪এ ঝিনাইদহ জেলার প্রতিযোগীরা ৪টি গোল্ড মেডেল ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে বিভাগীয় পর্যায়ে অনন্য সফলতা অর্জণ করেছে।
গত ৩১মে এবং ১জুন দুই দিন ব্যাপী বাংলাদেশ কারাতে ফেডারেশন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে খুলনাতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ওজন ভিত্তিক এই প্রতিযোগীতায় ঝিনাইদহের সোতোকান কারাতে দো’র তাহমিদ আহমেদ আবরার ও পূজা সাহা কাতা ও কুমিতে গোল্ড মেডেল অর্জণ করেণ এবং মিফতাহুল জান্নাত কাতা ও কুমিতে ব্রোঞ্জ পদক অর্জণ করে ঝিনাইদহের মূখ উজ্জল করেণ।
বিভাগীয় এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার এসকে মনিরুজ্জামান মিঠু, এছাড়া বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া সংস্থার খুলনা ও বরিশাল বিভাগীয় ডেপুটি ডাইরেক্টটর আবুল হোসেন হাওলাদার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সেন্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সচিব নয়ন চৌধুরী, খুলনা জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান গাজীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদি দোজা। খুলনা বিভাগের ১০টি জেলা এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।