গাংনীতে অনশনকারি মৌমিতা খাতুন পলি তার মা হুসনিয়ারা বেগম ও তার স্বামী মোমিনের বিরুদ্ধে অবশেষে ৫ কোটি টাকার মানহানী মামলা করেছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার মেহেরপুর চীফ জুডিশিয়ার আমলী ২য় আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় স্বাক্ষী করা হয়েছে ছয় জনকে।
জানাগেছে,পৌর সভায় চাকরির জন্য মৌমিতা খাতুন তার স্বামীর সহায়তায় কয়েকদফায় ১৫ লাখ টাকা মেয়র ও তার স্ত্রীর ব্যাংক একাউন্টে জমা করেন। ২০১৮ সালে মৌমিতা খাতুনকে চাকরি না দিয়ে অন্য একজনকে নিয়োগড় প্রদান করেন । দীর্ঘদিন ওই ১৫ লাখ টাকা ফেরত চেয়ে না পাওয়ায় মৌমিতা ও তার মা গত ২০ আগস্ট গাংনী উপজেলা শহীদ মিনারে অনশন শুরু করেন।
এসময় গাংনী থানার ওসি মীমাংসার আশ্বাস দিলে অনশন ভঙ্গ করা হয় এবং পরদিন থানা চত্বরে বৈঠক হয়। এসময় মেয়র তার স্বামীর কাছে টাকা দিয়েছেন বলে জানান এবং স্বামী মোমিনকে পরবর্তী দিন ধার্য্য করা হয়। সেদিন মৌমিতার স্বামী উপস্থিত হলেও মেয়র আশরাফুল ইসলাম ব্যক্তিগত কাজের অজুহাতে বৈঠকে অনুপস্থিত ছিলেন। যার ফলে অমীমাংসিত ভাবেই বৈঠক মুলতবী ঘোষণা করেন। কোনো উপায়ন্ত না দেখে মৌমিতা ও তার মা আবারো অনশনে বসেন।
এদিকে বিভিন্ন সংবাদপত্রে মৌমিতার অনশনের খবর প্রকাশিত হলে মানহানী হয়েছে মর্মে মেয়র আশরাফুল ইসলাম মৌমিতা খাতুন ও তার মা এবং স্বামী মোমিনের বিরুদ্ধে মেহেরপুর চীফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মানহানী মামলা দায়ের করেন। এ মামলায় সংশ্লিষ্ট প্রত্রিকার সাংবাদিকসহ ছয় জনকে স্বাক্ষী রাখেন।