রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার বিকল্প নেই এবং অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে বৃহস্পতিবার মেহেরপুরের গাংনীতে এ সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুজনের গাংনী উপজেলা সভাপতি আব্দুর রশীদের সভাপতিতে প্র্রধান অতিথী ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। বিশেষ অতিথী ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও জেলা কণ্যা শিশু অ্যাডভোকেসী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম।
অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক আলোচনায় প্রধান আলোচক ছিলেন, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদী হাসান শিপলু। এসময় আরও বক্তব্য রাখেন ডিবিসি ও সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, সুজনের জেলা সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফজলুল হক, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।