মেহেরপুরের গাংনীতে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে জোসনা খাতুন (৩০) নামের এক মহিলা সহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যে রাতে উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকোটা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। জোসনা খাতুন গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী ও সদর উপজেলার কুলবাড়িয়া নিশ্চিন্তপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল আলিম জানান, সিন্দুরকোটা গ্রামের লালু মিয়ার ছেলে দাখিলের বাড়িতে জোসনা খাতুন ও ছাতিয়ান গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিরুল ইসলাম অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ঐ বাড়িতে অবস্থান নেয়।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে জাহিরুল ইসলাম পালিয়ে গেলেও জোসনা ও বাড়ি মালিক দাখিলকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাদের দুজনকে গাংনী থানায় সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, তৃপ্তি নামের এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে গত ১০ আগষ্ট ছাতিয়ান গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিরুল ইসলামের নামে একটি মামলা দায়ের হয়। মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিলো।
জোসনার স্বামী আবুল হোসেন বলেন, কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল আলিম তাকে মোবাইল ফোনে জানায় জোসনা খাতুন অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে আটকের পর সে পুলিশ হেফাযতে রয়েছে। তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ১০ টার সময় বাবার বাড়ি যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, আটকৃত জোসনা খাতুন ও জাহিরুল ইসলাম কে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে।