‘‘তথ্য আমার অধিকার,জানতে হবে সবার’’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসন সম্মেলন অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান। উপজেলা প্রশাসন আয়োজিত ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, শিক্ষা অফিসার আলাউদ্দিন, তথ্য আপা রিফাত জাহানসহ উপজেলার সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা এসময় বক্তব্য রাখেন।