মেহেরপুরের গাংনীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচন সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান করেছে গাংনী উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় উপজেলা সহকারি (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির হোসেন শামীম,গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সহ উপজেলার সরকারি সকল কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও চিত্রাংকণ প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দরা। তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীতায় ১৪জন প্রতিযোগীকে পুরুস্কার প্রদান করা হয়েছে।