মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রাম থেকে ৪০ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভোলাডাঙ্গা মাঠ নামক স্থানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নান্দবার গ্রামের ইউনুচ আলির ছেলে রিপন (৩৮), দুর্লভপুর গ্রামের গাজি রহমানের ছেলে মো: ওয়াদুদ (২২) ও মোড়ভাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে সলিম (৩২)।
গাংনী থানাসুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তি হেমায়েতপুর ক্যাম্প ইনচার্জ এস আই সাকিলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী থেকে আলমডাঙ্গা যাওয়ার পথে ভোলাডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। এসময় তল্লাশী করে তাদের নিকট থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক মেহেরপুর কোর্টে পাঠানো হবে। এরা সকলেই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাসিন্দা।