গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের উপ-নির্বাচনে ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মফিজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।
গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ইউএনও’র সভাকক্ষে এ শপথ বাক্য পাঠ করানো হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ শপথ বাক্য পাঠ করান। পরে ওয়ার্ড বাসীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন তাকে অভিনন্দন জানিয়ে ওয়ার্ড বাসীর আশা-আকাঙ্খা পূরণে কাজ করার আহবান জানান ।
এ সময় উপস্থিত ছিলেন, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজামান, ইউপি কামরুল হাসানসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত ইউপি সদস্য মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোটে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়।
আমি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি দীর্ঘদিন ধরে। ভোট শেষ হতেই আমি সকলকে একটি শান্তির বার্তা দিয়েছি। ভোটের যে প্রতিযোগিতা হয়েছে সেটা শেষ, ফলে আমাদের এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে কোন হানাহানি বা মারামারির দরকার নেই।
কিন্তু এখনও এক শ্রেণির মানুষ এলাকায় অশান্তি সৃষ্টির লক্ষ্যে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি আমার ওয়ার্ডের সকল নেতাকর্মীদের সাথে মিলে-মিশে থাকতে চাই। আপনাদের সকলের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিন। আমার ভুলত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।