ছাগল চুরি পালানোর সময় ধরা পড়লো তিন ছাগল চোর। এসময় তাদের কাছ থেকে একটি ছাগল ও ইজিবাইক জব্দ করেছে পুলিশ।
গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ভবানীপুর গ্রামের মধ্যে থেকে তাদের আটক করেন পুলিশ।
আটকরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মন্ডলপাড়া এলাকার রাকিবুল ইসলামের ছেলে মামুন (২৪). তোফাজ্জেল হোসেনের ছেলে মো: রানা (২৫) ও আলম হোসেন মালিথার ছেলে সজল হোসেন (২৪)।
ছাগল চুরির অভিযোগ এনে এই তিন জনের বিরুদ্ধে এ উপজেলার বাওট গ্রামের আবুল কালাম আযাদ বাদী হয়ে দন্ডবিধির ৩৭৯ও ৪১১ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৫, তারিখ ০৫/০৯/২০২২ ইং।
এ মামলায় তাদের আটক দেখিয়ে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহির রাইহ্যান বলেন, একটি ইজিবাইকে করে ওই তিন যুবক একটি ছাগল নিয়ে যাওয়ার সময় টহল পুলিশের সামনে পড়ে। পুলিশের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এসময় তারা পলানোর চেষ্টা করেন। এসময় তাদের তাড়া দিয়ে আটক করা হয়।
পরে খবর পেয়ে ছাগলের মালিক বাওট গ্রামের আবুল কালাম ছাগল সনাক্ত করে এবং তিনজনকে আসামি করে চুরির অপরাধ এনে একটি মামলা দায়ের করেন।