ছাগল চুরি করে গাংনী বাজারে বিক্রি করতে এসে হাতেনাতে আটক হয়েছেন শফিকুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রি। রোববার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম উপজেলার করমদি গ্রামের উত্তরপাড়ার খেদের আলীর ছেলে।
ছাগল মালিক পলাশীপাড়া গ্রামের পূর্বপাড়ার মৃত আজমত আলীর ছেলে রবিউল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি বুঝতে পারেন তার ছাগল চুরি হয়ে গেছে। তারপর থেকে তিনি ও আত্মীয়স্বজন চারিদিকে ছড়িয়ে পড়ে ছাগল খোঁজাখুঁজি শুরু করে। রোববার সকাল ৮ টার দিকে গাংনী কসাইখানার সামনে থেকে খাসি ছাগল দুটি উদ্ধার হয়। কসাইখানায় অবস্থানরত জনগণ শহিদুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ছাগল চুরির দায়ে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।