ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন রোগী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন। এরা হলেন গাংনী থানাপাড়া এলাকার বানু মন্ডলের স্ত্রী আহাজান নেছা (৭৫) ও গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত আকছার আলীর ছেলে দোয়াত আলী (৮০)।
গত ১৫ নভেম্বর এরা দুজনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমকে রেজা।
তিনি আরও জানান, এর আগে এ উপজেলার বড় বামন্দী গ্রামের আব্দুল কুদ্দুছের স্ত্রী জেসমিন খাতুন (৩৭), মহিষাখোলা গ্রামের ফরিদ আলীর ছেলে আব্দুল ওহাব (২), গাংনী বাজারপাড়া এলাকার সোহাগ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে আগের চারজন রোগী এখন সুস্থ বলে জানান তিনি।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহাজান নেছা ও দোয়াত আলীকে নিবীড় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।