মেহেরপুরের গাংনীতে সরকারিভাবে ধান ক্রয়ে ইউনিয়ন ভিত্তিক কৃষকদের তালিকার সফটওয়্যার লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল। সফটওয়্যার লটারি কার্যক্রম পরিচালনা করেন এও রাকিব হাসান। প্রকৃত কৃষকদের নিকট থেকে এ মাসে ১ হাজার ২ শত ১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
সফটওয়্যার লটারিতে কাথুলী ইউনিয়নে ৯৬১ জনের মধ্যে ৪২ জন, তেতুলবাড়িয়া ইউনিয়নে ৬৮৮ জনের মধ্যে ৩৮ জন, কাজীপুর ইউনিয়নে ৭২৮ জনের মধ্যে ৩৬ জন, বামন্দি ইউনিয়নে ৯০২ জনের মধ্যে ৪১ জন, মটমুড়া ইউনিয়নে ৯১৭ জনের মধ্যে ৪১ জন, ষোলটাকা ইউনিয়নে ১,০৩৭ জনের মধ্যে ৩৭ জন, সাহারবাটি ইউনিয়নে ৬৩৫ জনের মধ্যে ৪১ জন, ধানখোলা ইউনিয়নে ১,২৮১ জনের মধ্যে ৫৪ জন, রায়পুর ইউনিয়নে ১,২২৯ জনের মধ্যে ৪২ জন এবং পৌরসভায় ১,০৪৫ জনের মধ্যে ৩৩ জনকে নির্বাচিত করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আয়েশা খাতুন, খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মতিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমানসহ প্রকৃতঅন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।