“সচেতন চাষী, সমৃদ্ধ কৃষি ” এই শ্লোগানে গাংনীতে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুরের গাংনী পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ও সিনজেনটা কোম্পানির সহযোগিতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শামসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য) এ কে এম কামরুজ্জামান, সিনজেনটা কোম্পানির জোনাল সেলস ম্যানেজার (সাউথ) সাজ্জাদ হায়দার খান , ব্যান্ড ম্যানেজার জামাল হায়দার সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগী পক্ষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনজেনটা কোম্পানির কর্পোরেট ম্যানেজার জামাল হায়দার নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে মাল্টিমিডিয়া স্লাইড উপস্থাপন করেন।
স্লাইড থেকে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি বিভাগের কর্মকর্তা ও সিনজেনটা কোম্পানির প্রতিনিধিরা।