মেহেরপুরের গাংনী উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন মোঃ নাজমুল আলম। আজ (১২ জুলাই) সোমবার দুপুরে তিনি গাংনী ভূমি অফিসে যোগদান করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নাজমুল আলম চুয়াডাঙ্গা জেলার দামুহুদা উপজেলার বাসিন্দা। তিনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত। ইতোমধ্যে মেহেরপুর মুজিবনগর উপজেলা ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। ১১ মাস ৮ দিন পর গাংনী উপজেলায় বদলির আদেশ হলে তিনি এখানে যোগদান করেন।
গাংনী উপজেলাবাসির ভুমিসংক্রান্ত বিষয়ে সকল সেবা নিশ্চিত করবেন বলে জানান এ কর্মকর্তা। সেবা প্রদানে সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করেন মোঃ নাজমুল আলম।