বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার জয়ী কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী’র গল্প অবলম্বনে নতুন নাটক “লোকটার বুক পকেটে অহংকার ছিল” মঞ্চায়ন হয়েছে।
শনিবার দুপুরে গাংনী সরকারী ডিগ্রি কলেজ মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।
মুজিব জন্মশতবর্ষ স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩৫০টি নটক মঞ্চায়নের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ নাটকের আয়োজন করে।
গাংনী থিয়েটারের পরিচালক হামিদুল হিল্লোলের নাট্যরুপে এবং পরিচালনায় “লোকটার বুক পকেটে অহংকার ছিল” নাটকটি সফল মঞ্চায়ন হয়।
গতকাল শুক্রবার রাত ৯টায় গাংনী উপজেলা অডিটরিয়ামে নাটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও গাংনী থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট একেএম শফিকুল আলম। বক্তব্য দেন জেলা কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম। এ
ক ঘন্টার এই নাটকে মুক্তিযুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশের মানুষের জন্য যে নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা ফুটে ওঠে।
হামিদুল হিল্লোল, আফরোজা তানী, মুশফিক আহমেদ ডরিন ও রাশাদুজ্জামান রানা অভিনিত নাটক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও মেহেরপুরের অরনি থিয়েটারসহ বিভিন্ন নাট্যগোষ্ঠি নাটকটি উপভোগ করেন।