বর্ণাঢ্য র্র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ ও দোয়ার মাহফিলের মধ্য দিয়ে গাংনীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদেএসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ প্রমুখ।
আলোচনা সভায় শেখ রাসেল এর জীবনী নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ করা হয়।