মেহেরপুরের গাংনী উপজেলার ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীসভায় আব্দুল হান্নান নামের এক ব্যাবসায়ী তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মি সভায় উপস্থিত থাকা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা ও আতংক। তবে আগ্নেয়াস্ত্রের মালিক বিষয়টি না বুঝেই করেছেন বলে দাবী করেছেন। নির্বাচন অফিসার বলছে এটি সম্পুর্ণ নিষিদ্ধ।
বুধবার বিকাল ৫ টায় কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় গাড়াবাড়িয়া প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো গোলজার হোসেনের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। এ সময় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, উপস্থিত ছিলেন।
নৌকার প্রার্থী গোলজার হোসেন এর নির্বাচনী কর্মী সভার মঞ্চে প্রধান অতিথির পাশেই আগ্নেয়াস্ত্র (শর্টগান) নিয়ে অতিথিদের সারিতে বসেছিলেন গাংনী মহিলা কলেজ পাড়ার ব্যবসায়ী আব্দুল হান্নান। নির্বাচনী কর্মী সভায় আগ্নেঅস্ত্র নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান বলেন, আমি একজন ব্যবসায়ী। অস্ত্রটি আমার নামে লাইসেন্স করা। এখানে অস্ত্র নিয়ে আসলে কি সমস্যা হবে তা জানি না। আমি না বুঝেই করেছি। তবে আমার আগ্নেয়াস্ত্র আমার সাথেই ছিল। আমি অনুষ্ঠানে তাড়াহুড়া করে চলে আসতে হয়েছে তাই রেখে আসা সময় হয়নি। তাছাড়া আমি এসব নিয়মকানুন কিছুই জানিনা।
নির্বাচনী কর্মী সভার মঞ্চে আগ্নেয়াস্ত্র নিয়ে মঞ্চে থাকার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, অস্ত্র প্রদর্শন করেছে এমন তথ্য আমার জানা নেই। এই নির্বাচনে বৈধ আর্মস বা লাইসেন্সধারীদের অস্ত্র কালেকশন করেনি। কোন ভিআইপিরা তাদের নিরাপত্তার স্বার্থে বৈধ আর্মস বহন করার এখতিয়ার আছে।
উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার আব্দুল আজিজ বলেন, কোন প্রকার আগ্নেয়াস্ত্র প্রদর্শন সম্পুর্ণ নিষিদ্ধ। আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে স্থানীয় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।