মেহেরপুরের গাংনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সদস্য রাসেল আহমেদকে (৩০) আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোররাতে র্যাব-৬ (সিপিসি) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাড়াডোব গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত রাসেল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
ঝিনাইদহ র্যাব সূত্র জানায়, আটককৃত রাসেল আহমেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সদস্য। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-৫৯। পরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।
মেপ্র/আরপি