মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত (নৌকার) প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা অগ্নী সংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে ভোমরদহ গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া এবং রাতেই সাহারবাটি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর এলাকায় থাকা নৌকার দুটি নির্বাচনী অস্থায়ী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নী সংযোগের ঘটনায় দুই প্রার্থীই একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ করেছেন। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে নৌকার প্রার্থী মশিউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম টুটুলের উপস্থিতিতে দুই প্রার্থীর কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে। পরে রাতেই আওয়ামীলীগ প্রার্থী মশিউর রহমানের দুটি নির্বাচনী (অস্থায়ী) অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা।
এদিকে রাতেই সংবাদ সম্মেলনে ডাক দেন প্রার্থী মশিউর রহমান। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ভোমরদহ গ্রামে তিনিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থী (মটরসাইকেল) মার্কা প্রতিকের প্রার্থী বিভিন্ন মামলার আসামী রাকিবুল ইসলাম টুটুল এলাকার সন্ত্রাসীদের সাথে নিয়ে আমার উপর হামলা করে। এসময় ছাত্রলীগের দুজন কর্মী আহত হয়। এবং একটি মোটরসাইকেল ভাংচুর করে তারা।
এ ব্যাপারে গাংনী থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় ওই রাতেই আবারও স্বতন্ত্র প্রার্থী টুটুলের এলাকায় থাকা আমার দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে। সকালে স্থানীয় নেতাকর্মীদের সংবাদে অফিসগুলো পরিদর্শন করা হয়।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলঅম টুটুল বলেন, ভোমরদহ গ্রামে প্রচারণায় গেলে সেখানে মশিউর রহমান ও তার লোকজন বিভিন্ন প্রকার শ্লোগান দেয় ও প্রচারণায় বাধা দেয়। এসময় ছাত্রলীগ কর্মীরা কয়েকজনকে মারধর করে। স্থানীয় লোকজন বাধা দেন ও তাকে একটি ঘরে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেন। অগ্নীকাণ্ডের ঘটনায় তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর পায়ের নিচে মাটি নেই, সব সময় নানা হুমকীর মুখে। তারা কিভাবে নৌকার অফিস পোড়াবে ? যারা আগুন লাগিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবী করা হয়।
গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।