গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সমন্বিত কৃষি ইউনিট ভুক্ত প্রাণিসম্পদ খাতের আওতায় ৮ জন উপকারভোগীর মাঝে মাংসের জন্য ব্রয়লার টাইপ পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
সংস্থার গাংনী শাখার পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে মাংসের জন্য ব্রয়লার টাইপ পেকিন হাঁস পালন বিষয়ক প্রদর্শনীর এই উপকরণ সমূহ বিতরণ করা হয়। মাংসের জন্য বিখ্যাত ও সুস্বাদু পেকিন জাতের হাঁস পালন খামারী পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান মাংসের চাহিদা পূরণ করা এ প্রদর্শনীর মূল লক্ষ্য।
আজ সোমবার সকালে বিতরণকৃত উপকরণ সমূহের মধ্যে ছিল- ৪০ টি পেকিন হাঁসের বাচ্চা, ৩২ কেজি খাবার সহ সাইনবোর্ড ও রেজিষ্টার খাতা বিতরণ করা হয়। এছাড়া মাচা নির্মাণ বাবদ নগদ টাকা প্রদান করা হয়।এসময় উপকারভোগীদেরকে প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্যসহ কিভাবে এর রক্ষণাবেক্ষন করতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়।
উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পিএসকেএস এর সমন্বিত কৃষি ইউনিট ভুক্ত প্রাণিসম্পদ ইউনিটের কর্মকর্তাগন ও সংস্থার অনান্য সদশ্য বৃন্দ।
উক্ত প্রদর্শনী বাস্তবায়নে আর্থিক ভাবে সহোযোগিতা করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।