গাংনী উপজেলার কাথুলি ও ধানখোলা রাস্তায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় একজন স্কুল শিক্ষক ও এক শিশু আহত হয়েছেন।
সোমবার বেলা ২ টার দিকে এ পৃথক দুটি সড়ক দূটনা হয়।
আহতরা হলেন, গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় নওয়াপাড়া কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক শাহিনুজ্জামান (৩৮) ও একই উপজেলার ধানখোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোস্তফা নাফিজ (৪)।
আহদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন গাংনী হাসপাতালের চিকিৎসক।
শাহিনুজ্জামান জানান, নওয়াপাড়া থেকে গাংনী আসার সময় চৌগাছা গ্রামের বড় মসজিদের সামনে অপর একটি মোটরসাইকেল রাস্তা পার হতে দেখে আতংকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে মারাত্বক আহত হন।তার মাথা, মুখমন্ডলসহ বাম চোখের উপরে কপালের হাড় ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে নেন।অপরদিকে ধনাখোলা গ্রামের শিশু নাফিজ খেলতে খেলতে রাস্তার উপর চলে আসলে একটি পাখি ভ্যান তাকে ধাক্কা দিলে শিশুটির বাম পা মারাত্বকভাবে ক্ষত হয়। তার পায়ের রগসহ কেটে গিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বোধাদাশ গুপ্ত (পিকলু)জানান, তাদের দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।