গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক হয়েছে। এর মধ্যে একজন নারী মাদক কারবারীও রয়েছেন।
আটক মাদক কারবারীরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা শহরের বাজারপাড়া এলাকার রাফিজ উদ্দীনের ছেলে স্বপন হোসেন (৩৬) ও একই উপজেলার তেকালা গ্রামের মাঠপাড়া এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী স্মৃতিয়ারা খাতুন (২০)।
বুধবার সকালের দিকে বেতবাড়িয়া বামন্দী সড়কের মাঠের মধ্যে থেকে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহির রায়হান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্ত্বিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওেসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তারা দুজনেই স্বামী স্ত্রী সেজে ফেনসিডিল পাচার করছিলো। তিনি জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্বারণীর ১৪(গ)/৪১ ধারায় গাংনী থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। তবে মামলায় মোট ৪ জন আসামী রয়েছে। দুজন আটক হলেও পলাতাক রয়েছে দুজন। আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।