মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও হাড়াভাঙ্গা মাঠে পৃথক বজ্রপাতে দুই কৃষক নিহত ও দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতরা হলেন গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মুন্সিপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (৪৫) ও হাড়াভাঙ্গা গ্রামের আকরাম হোসেন (৬৫)। আহতরা হলেন, কাজিপুর মুন্সিপাড়ার হাউস আলী (৫৫) ও ব্রজপুর গ্রামের মুন্নাফ আলী (৪৫)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কাজিপুর মুন্সিপাড়ার মাঠে জাহাঙ্গীর হোসেন, হাউস আলীসহ বেশ কয়েকজন কৃষক পাট মাথায় করে নিয়ে আসছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত ঘটে। বজ্রপাতটি এই দুই কৃষকের মাথার উপর পড়লে দুজনেরই শরীর ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে সেখান থেকে জাহাঙ্গীরকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩ টার দিকে মারা যান জাহাঙ্গীর হোসেন।
একই সময়ে হাড়াভাঙ্গা গ্রামের আকরাম হোসেন মাঠে কাজ করার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া আহতরাও মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।