মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের সাইকেল মিস্ত্র সুজন আলীর বসত বাড়িতে ভয়াবহ অগ্নীকান্ডে নগদ টাকা আসবাপত্র পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ সুজন আলী জানান, তিনি তার স্ত্রী অসুস্থতার জন্য শ্বশুর বাড়ী জানশুকা গ্রামে ছিলেন। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে বাড়ীর মোবাইল ফোনে জানতে পারেন তার ঘরে আগুন লেগেছে। তিনি বাড়ীতে আসার পূর্বেই স্থানীয় বামন্দি ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় দুই ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওয়াল শোকেসে থাকা নগদ ৩৮ হাজার টাকা, ঘরসহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। সুজন মেকার মহিষাখোলা গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে।
আগুনে তাকে সর্বশান্ত করে দিয়েছে। তিনি সরকারী ও স্থানীয়দের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিসেন্স ষ্টেশন অফিসার ইছাহক আলী বিশ্বাস জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে সংবাদ পেয়ে মহিষাখোলা গ্রামের আড়পাড়া রোডে সুজন আলীর বাড়ীতে অগুন নেভানোর চেষ্টা করা হয়। আমরা সংবাদ পেয়ে আসার আগেই আসবাপত্র পুড়ে গেছে।