বর্ণিল আয়োজনে নানা কর্মসূচীতে গাংনীতে পালিতহয়েছে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ-১৪২৯)।
গাংনীউপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ছিল নানা রং আর রুপবৈচিত্রের সমাহার।বাদ্যেরতালে তালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের খন্ড খন্ড মিছিলে যেনো নব প্রস্ফুটিত হয়েছিলগাংনী উপজেলা শহর।
সকাল১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গলবার শোভাযাত্রা বের হয়েউপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
মঙ্গলশোভাযাত্রার অগ্রভাগে ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী সাধারণসম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিকসংগঠক সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপির প্রতিনিধিআওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিকমেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুল-আল মারুফ।
এছাড়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহা. মনিরুল ইসলাম, গাংনীসরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী পাইলটস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, সন্ধানী সংস্থার পরিচালক মহা. আবু জাফর, গাংনী(বাঁশবাড়ীয়া) টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজের আবুল কালাম আজাদ স্বপনসহ সরকারেরবিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।