গাংনীতে বাইসাইকেল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা

গাংনীতে বাইসাইকেল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা

বাইসাইকেল চুরি করে পালানোর সময় মিঠুন শেখ (২৪) নামের এক যুবককে ধরে গণধোলাই শেষে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মিঠুন শেখ মেহেরপুর সদর উপজেলার খোকশা গ্রামের কিতাই আলী শেখের ছেলে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠে থেকে জনৈক নার্সারি মালিক বকুল হোসেনের একটি বাইসাইকেল চুরি করে পালানোর সময় বাইসাইকেল মালিক তাকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা গণপিটুনী দিয়ে গাংনী থানা পুলিশকে খবর দেন। গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নেন।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, চুরির অভিযোগে মিঠুন শেখের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরের দিকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।