মেহেরপুরের গাংনীতে মৎস্য চাষিদের সমৃদ্ধি, সৎস্য চাষ সম্প্রসারণ ও বাজার উন্নয়নে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাত এর আওতায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি এ কর্মশালার আয়োজন করেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজার সংযোগ কর্মশালায় উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মোঃ আলাউদ্দিন আহমেদ।
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক মোহাঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম ছারোয়ার,গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান। কর্মশালায় বিভিন্ন প্রদর্শনী ও সংস্থার কার্যক্রম সংক্রান্ত প্রামান্য চিত্র তুলে ধরেন পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির মৎস্য কর্মকর্তা মোঃ স্ঈাদ উর রহমান। গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি,মৎস্য ব্যবসায়ী জেলে ও ফিড ব্যবসায়ীগন ও পিএসকেএসএর বিভিন্ন ইউনিট প্রধান ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় গাংনীতে হ্যচারি স্থাপন,মৎস্য বিক্রয়কেন্দ্র স্থাপন ও মাছ মোটাতাজা করনে বিভিন্ন আলোচনা গৃহিত হয়।