ছাত্র-ছাত্রীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া দয়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম উন্নয়ন দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্কুল মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট সহযোগীতায় গ্রাম উন্নয়ন দল, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকরা এ আয়োজন করে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এলাকা সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেঁতুলবাড়ীয়া শিলাল পাড়া গ্রাম উন্নয়ন দলের সভাপতি মো: আব্দুল লতিব, তেঁতুলবাড়ীয়া পশ্চিম পাড়া গ্রাম উন্নয়ন দলের সহ সভাপতি মো: আব্দুর রশিদ।
অনুষ্ঠানে রাখেন সভাপতি মো: নুরুন্নবীর সাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় শিক্ষার মান উন্নয়নের জন্য মতামত দেন অভিভাবক রেহেনা খাতুন ও শুকিলা খাতুন, আমেনা খাতুনসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস আক্তার।
অভিভাবক, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম উন্নয়ন দলের সমন্বয় সভার বিস্তারিত আলোচনা ও শিক্ষার মান উন্নয়ন তুলে ধরে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: হেলাল উদ্দিন।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন সমন্বয়কারী হেলাল উদ্দিন হাসান কারিগরী ভূমিকায় ছিলেন। শিশু ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন করা, শিক্ষার্থীদের ভাল ফলাফল করানো ও মোবাইল ফোন খেলা থেকে সন্তানকে দুরে রাখার জন্য নানা সিদ্ধান্ত নেওয়া হয় অভিভাবক সমাবেশে। উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইয়ুথ সদস্য বৃন্দ।