গাংনীতে মাঠে কাজ করার সময় প্রচন্ড গরমে হিট স্ট্রোক করে সিরাজ মন্ডল (৬০) নামের এক কৃষক মারা গেছেন।
গতকাল শনিবার দুপুরের দিকে মাঠে নিজ জমির ধান কাটা মাড়ায় করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তবে, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ জোবাইদা ফারজানা জানান, সিরাজ মন্ডল চিকিৎসা দেওয়ার সময় মারা গেছেন।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। সিরাজ মন্ডলের বাড়ি গাংনী উপজেলার আকুবপুর গ্রামে।
স্খানীয়রা জানান, কৃষক সিরাজ মন্ডল নিজের জমিতে ধান কাটা মাড়াই কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তার পরিবারের লোকজন।
গত দুই দিন থেকে মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। তীব্র তাপ প্রবাহ এবং প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,সন্ধ্যা ছয়টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৫৭% ছিলো। গত শুক্রবার (২৪ মে) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৪২%।