“মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যে মেহরপুরের গাংনী উপজেলা এলজিইডি কর্র্র্তৃক গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসুচীর আওতায় উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকীতে গাংনী উপজেলা এলজিইডি যথাযথ মর্যাদার সাথে মুজিব বর্ষ পালন করছে। সড়ক পরিস্কার পরিছন্ন রাখা এবং সংস্কারে নিয়োজিত রয়েছেন উপজেলা এলজিইডি’র শতাধিক নারী শ্রমিক।
এসকল নারী শ্রমিক গাংনী উপজেলা বিভিন্ন সড়ক মানুষ চলাচলের উপযোগী করে পরিস্কার পরিচ্ছন্নতায় এবং সংস্কারে ব্যাস্ত সময় পার করছেন। সে লক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা হেড কোয়ার্টার হতে গাংনী (আর এইচ ডি) হাটবোয়ালীয়া জিসি রোড সংস্কারের কাজ শুরু করেন। এসময় মেহেরপুর জেলা এলজিইডি’র সহকারি প্রকৌশলী মোহাঃ আলমগীর কবীর উপস্থিত থেকে সংস্কার কাজ পরিদর্শন শেষে মুজিব বর্ষের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ।
উপস্থিত ছিলেন গাংনী এলজিইডি অফিসের উপসহকারি প্রকৌশলী তৌফিকুর রহমান, উপসহকারি প্রকৌশলী(নকশাকার) তৌহিদুল ইসলাম,কমিউনিটি অর্গানাইজার বিএম সাহেদ প্রমুখ। সড়ক সংস্কার কাজে নিয়োজিত নারী শ্রমিকরা জানান, প্রতিটি সড়ক সংস্কার কাজে নিয়োজিত থেকে কাজ করে সরকারের উদ্দেশ্য সফলে সহযোগীতা করছেন। তাতে তাদের পরিবার উপকৃত হচ্ছেন। এসময় মুজিব বর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আলমগীর কবীর।