গাংনী উপজেলার বিভিন্ন জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তি করা হয়েছে।
গাংনী উপজেলা মৎস্য অধিদপ্তরের ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে গাংনী উপজেলার ৯ টি জলাশয়ে ৩৫৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
জলাশয়গুলোর মধ্যে গাংনী উপজেলা পরিষদ পুকুরে ৩৭ কেজি, গাংনী এতিমখানা পুকুরে ৫০ কেজি, ভাটপাড়া ডিসি ইকোপার্ক সংলগ্ন কাজলা নদীতে ৩০ কেজি, নিত্যনন্দপুর নেলুয়ার বিলে ৪০ কেজি, জোড়পুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পুকুরে ৪০ কেজি, তেঁতুলবাড়িয়া খালে ৩০ কেজি, সানঘাট হাফিজিয়া মাদ্রাসা পুকুরে ৪০ কেজি, দিগলকান্দি গুচ্ছগ্রাম পুকুরে ৫০ তেজি ও গাংনী থানা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছ অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্ত করেন জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোসুমী খানমের সভাপতিত্বে এই মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান ও খামার ব্যবস্থাপক ইকবাল শরিফ গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন অধিদপ্তরের কর্তকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গাংনী থানা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, সেকেন্ড অফিসার আব্দুর রাজ্জাক, উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান, এসআই আতিকুর রহমান।