শ্যালক দম্পত্তির ঝগড়া থামাতে গিয়ে হার্ট এ্যাটাক করে মারা গেলেন হাসমত আলী (৬২) নামের এক ব্যাক্তি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে এ মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। হাসমত আলী কাজীপুর গ্রামের বুড়িপুঁতাপাড়ারর মৃত গোলজার হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সকালের দিকে ওই ব্যাক্তির শ্যালক হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ খাতুন পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করছিলেন। এসময় হাসমত আলী তাদের দুজনকে ঝগড়া থামাতে বলেন। এক পর্যায়ে সে নিজেই অসুস্থ হয়ে মারা যান।
প্রতিবেশী স্কুল শিক্ষক তানজুমান হক ও স্থানীয় চৌকিদার মহিবুল ইসলাম অভিন্ন ভাবে জানান, শ্যালক দম্পত্তির ঝগড়া থামাতে গিয়ে তিনি হার্ট এ্যাটাক করে ঘটনাস্থলেই মারা গেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্দেহ থাকায় ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।