মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন ভিত্তিক কৃষকদের নিকট থেকে সরকারিভাবে আমন ধান ক্রয়ের জন্য সফটওয়্যারের মাধ্যমে লটারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সফটওয়্যারের মাধ্যমে এ লটারী অনুষ্ঠিত হয়।
এ সময় ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ:দা:) আয়েশা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, সহকারী উপ-খাদ্য পরিদর্শক সাইদুর রহমান ও সহকারী প্রোগ্রামার আব্দুর রকিবসহ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৌরসভাসহ ৯টি ইউনিয়নে মোট তালিকাভুক্ত ৯ হাজার ৮’শ ৩৪ জনের মধ্যে প্রথমধাপে ৭৩৫জন এবং ৬০% বৃদ্ধিতে আরো ৩৭১জনসহ সর্বমোট ১ হাজার ১’শ ৬জন কৃষকের নামের তালিকা লটারী মাধ্যমে সম্পন্ন করা হয়।
লটারীর তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের নিকট থেকে ৫৬৬ মে:টন আমন ধান আগামী ২০২১ সালের ফেব্রুয়ারী ২৮ তারিখের মধ্যে ক্রয়ের নির্দেশনা দেয়া হয়েছে।
লটারীর ফলাফল অনুযায়ী কৃষকদের তালিকা চলতি মাসের মধ্যে পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে পাঠানো হবে বলে জানান খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মতিয়ার রহমান বিশ্বাস।