হতদরিদ্রদের ঋণের জালে আটকিয়ে নি:স্পেশিত করে নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আয়বর্ধক প্রকল্প হাতে নিয়ে আত্মনির্ভরশীল জাতী হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দিয়ে এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
শুধু বেকার যুবক যুবতীদের আত্ম সামাজিক উন্নয়নেই নয়, এসডিজি বাস্তবায়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও নারীদের ক্ষমতায়নেও কাজ করছেন সংস্থাটি।
ইতোমধ্যে গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের শক্তিশালী করতে তাদের মাঝে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দেওয়াসহ তাদের সাথে ৫ বছরের জন্য যৌথ চুক্তি সম্পাদন করে পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করছেন। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা জনগণের দোর গোড়ায় পৌছে দিচ্ছে।
সংস্থ্যাটির উদ্দোগে গাংনী উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একটি করে অক্সিমিটার, ১টি করে বিপি মেসিন, ১টি করে ডিজিটাল জর মাপা মেসেন প্রদান করা হয়েছে
বৈশ্বিক সমস্যা করোনাকালিন সময়ে মানুষ যখন অর্থনৈতিকভাবে বিধস্থ হয়ে পড়েছিল তখন এলাকার করোনাই ক্ষতিগ্রস্ত ৬৬ জন ক্ষদ্র উদ্যোক্তাদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে প্রণোদনা প্রদান করেছেন সংস্থাটি।
এনজিওর ঋণের জাল থেকে মুক্ত করতে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার হতদরিদ্র নারী পুরুষকে সমবায় ভিত্ত্বিক সংগঠণ গড়ে তুলতে সহায়তা করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের তত্বাবধানে গাংনী উপজেলার গাংনীর ৯ টি ইউনিয়নের ২১০ টি স্থানীয় সঞ্চয় ভিত্তিক সংগঠন গড়ে তোলা হয়েছে। যেখানে এসব সংগঠণের সঞ্চয়ের পরিমান প্রায় ২ কোটি টাকা।
তাদের সঞ্চয়কৃত ২ কোটি টাকা প্রায় ৫ হাজার পরিবারের সদস্যরা সুবিধা ভোগ করছেন।এদের সিংহভাগ টাকা তাদের গৃহীত বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করা হয়েছে।
বাড়ির সাথে সবজী বাগান গড়ে তোলার লক্ষে গত শীত মৌসুমে এ উপজেলার প্রায় ৩ হাজার পরিবারের মাঝে বিভিন্ন সব্জীর বীজ বিতরণ করা হয়েছে। বর্তমানে ওই সব পরিবারের সদস্যরা বিষমুক্ত সবজী পাচ্ছেন এসব সবজী বাগান থেকে।
দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন জানান, সবুজ বৃক্ষ আমাদের পরিবেশকে নতুন করে বাঁচার আশা দেখায় সে লক্ষকে সামনে নিয়ে তিন মাস ব্যাপী বৃক্ষরোপন প্রচারাভিযানের অংশ হিসেবে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ভিটামিন সি সমৃদ্ধ সবুজ গ্রাম গোড়ে তোলার লক্ষ্যে ১৪ হাজার দেশী লেবু ও পেয়ারার চারা বিতরণ করা হয়েছে।শুধু চারা বিতরণ নয়, হতদরিদ্র মানুষকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০২২ সালের ২৫ এপ্রিল, গাংনী উপজেলার ২২টি স্কুল ও ২৬ এপ্রিল ২৩টি স্কুলসহ মোট ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সাথে শিক্ষার মান উন্নয়ন, ছাত্র ছাত্রী স্কুল থেকে ঝরে পড়া রোধ ও শিশু বিবাহ বন্ধে মতবিনিময় সভা করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ত্ব করেন জনাব মীর হাবিবুল বাশার, প্রধান অতিথি ছিলেন মৌসুমী খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শুরুতেই প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিরা করোনা কালীন সময়ে স্কুলের বিভিন্ন ইতিবাচক উদোগের বর্ননা দেন এবং সমস্যা সমাধানের বিষয় আলোচনা করেন।
আলোচনা শেষে সভাপতি তার বক্তব্যে যে সকল স্কুল শিক্ষার মান উন্নয়নে ও ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহন করেছেন তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ দেন এবং উক্ত ভালো উদ্যোগ গুলি যেন সকল বিদ্যালয় গ্রহন করেন সেই ব্যপারে অনুরোধ করেন।