গাংনীতে যাত্রি বোঝাই ইজিবাইক ও রড বোঝাই লাটা হাম্বারের মুখোমুখি ধাক্কায় অন্ততঃ ৬জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। রোববার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর – কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রি বোঝাই একটি ইজিবাইক গাংনী থেকে বামন্দী যাবার পথে রড বোঝাই একটি লাটাহাম্বারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় ইজিবাইক উল্টে গিয়ে ছয় যাত্রি আহত হন। এদের মধ্যে ওয়াসিম (২৬) নামের এক যাত্রির পেটে রড ঢুকে মারাত্মক জখম হয়। একই সাথে মারাত্মক জখম হন ইজিবাইক চালক ইসাহক আলী(৬৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওয়াসিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ইসাহক আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আহত ওয়াসিম গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও ইসাহক আলী বানিয়াপুকুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।