মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে সাইফুল ইসলাম হত্যা মামলার দু’আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গাংনী থানা পুলিশের একটি টীম তাদেরকে গ্রেপ্তার করে। এরা হচ্ছেন- সাইফুল ইসলামের শশুর আতাহার আলী (৬০) ও শাশুড়ি আসমা খাতুন(৫৫)।
পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামীদ্বয়কে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, গত ৯ মার্চ পারিবারিক কলহের জের ধরে সাইফুল ও স্ত্রী রোজিনার মধ্যে কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এরই জের ধরে রোজিনার বাবা মা সাইফুলকে একটি গাছের সাথে বেধে রাখে ও সাইফুলকে জোর পূর্বক কীটনাশক পান করানো হয়।
স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম সাইফুলকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তার অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে গভীর রাতে সাইফুলের মৃত্যু ঘটে। এ ঘটনায় সাইফুলের বাবা ভাদু মণ্ডল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । ওই মামলার আসামী হিসেবে শশুর আতাহার ও শাশুড়ি আসমাকে গ্রেপ্তার করা হয়।